শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: ধর্ষিত বিশ্ব

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

ধর্ষিত পরিবার, ধর্ষিত সমাজ, ধর্ষিত দেশ,ধর্ষিত জাতি,ধর্ষিত বিশ্ব আজ,
ধর্ষণ ছাড়া এই বিশ্ববাসীর নাই বুঝি আর কোন কাজ।
কারো কাছে নাই কোন লাজ,
কারো নিঃশ্বাসেরও নাই কোনো বিশ্বাস।

কোথায় করব এখন বসবাস?
পুরো বিশ্বেই ধর্ষিতাদের লাশ।
এই তো দেখি সর্বনাশ,
কোথায় তাদের বসবাস?
যারা করতেছে ধর্ষণ নির্মূলের কাজ।

চাই না আমি ধর্ষণের বিচার,
পরিবর্তন চাই ইচ্ছার।
করব না ফিউচারে জিনা ব‍্যভিচার।
অপরাধ না করলে করতে হয় না বিচার,
প্রয়োজন শুধু চেষ্টার।

দেখতে চাই না আমরা আর ধর্ষণের মতো কাজ করে এই রকম বাস্টাট।
ধর্ষণ করবি বার বার,
হয়ে যাবি পার।
এটা হবে না আর,
সচেতনতা প্রয়োজন সবার।

খেতে না চাইলে তুলে দেবে না কেউ খাবার,
দমাতে না চাইলে দমবে না কেউ আর।
দমাবার সময় এসেছে এবার।
কে শুনে কথা কার,
এবার বিচার হবে, বিধান হবে আল্লাহর।

মেয়েদের ধর্ষণের পেছনে অভাব রয়েছে নিরাপত্তার,
প্রণয়ন চাই না আইনের আর,
ইসলামী আইনের প্রয়োগ চাই এবার।
কি প্রয়োজন ভ‍্যাকসিন করুণার?
তারচেয়েও বেশি প্রয়োজন ধর্ষণের ভ‍্যাকসিন এবার।

ধর্ষিত হচ্ছে শিশু থেকে বৃদ্ধা,
পশুরা মিটাচ্ছে যৌবনের তৃষ্ণা।
কেউ ডাকতেছে আল্লাহ্ আর কেউ ডাকতেছে হরে কৃষ্ণা,
বলতেছে আমি তো আর সহ‍্য করতে পারতেছি না।
বিশ্ববাসীই করতেছে আজ জেনা,
সবাইকে করতে হবে মানা।

তাই বিয়ে নয় দেরি, বিয়ে চাই তাড়াতাড়ি।
উপযুক্ত হলেই রাঙাও বিয়ে বাড়ি।
আপন মনে শপথ করি,
কেউ যাতে ধর্ষকদের না ছাড়ি,
ধর্ষকদের সাথে আমরা সবাই দেব আড়ি।

লেখক:
ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আর পড়তে পারেন