বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: প্রতিবাদ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২১, ২০২৩
news-image

রেজাউল করিম(সাকিব):

কবি আল মাহমুদ কুমিল্লা ধর্ম সাগরের উত্তর পাড়ে রাণীর কুটির সামনে প্রকৃতির নির্মলতায় বসে লেখেছেন-

এখানে সবুজ দিয়েছে বুক পেতে
গুল্মলতা আকাশ ওঠে মেতে
ছায়ারা নাচে তোমার কথা ভাবি
তুমি বুঝিয বাগানের চাবি

বর্তমানে এর পরিবেশ…

এখানে কৃত্রিমতায় প্রকৃতি হারিয়ে গেছে
হিন্দি, ইংলিশ গানে , শব্দ দূষণে
বিরক্তি কর কৃত্রিম দৃশ্য, হিন্দি, ইংলিশ গান
তোমরা বুঝি এই বাগানের চাবি!!!!

ফুল আছে তবে কৃত্রিম,
বনের অনেক পশু আছে তবে মুক্তি হয়ে দাড়িয়ে।

কবি চলে গেছেন চিরকালের জন্য, কবি এ স্থানে রূপে মুগ্ধ হয়া লেখাটি আজ ও চোখে পড়ে, এখন লেখার সাথে স্থানের কোনো মিল নেই। ভাষা দিবস এর মাসে এখানে থাকা বিভিন্ন রাইডছে চলা ইংলিশ, হিন্দি গানে, বিরক্তি হয়ে হয়ে যেন এই স্থানটি বলছে আমি অবার অমার অতীতের রূপ পিরে পেতে চাই সবুজ প্রকৃতির রূপে দয়েল, শালিক, ঘুঘুরা গান গাইবে, গুল্মলতারা বড় গাছ গুলোকে জড়িয়ে থাকবে, সবুজ ঘাসের গালিচায় বসে বাংলা গানে আসর বসবে, পাশে থাকবে কবি আল মাহমুদ এর মুগ্ধতার লেখাটি। সে আবার বলছে আমায়, চলে গেছেন কবি, লেখাটি এই স্থানেই আছে, তবে আহত হয়ে আছে, লেখার সাথে মিল নেই হারিয়ে যাচ্ছে কবির লেখাটি।

আমরা কি পারিনা
কবি আল মাহমুদের মুগ্ধ হওয়া স্থানটিকে
কৃত্রিমতা দূর করে আবার প্রকৃতির রঙে সাজাতে।

আর পড়তে পারেন