বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২২
news-image

মোঃরাকিব হোসেন:

এই ধরাতে জনম নিয়ে
যবে কেঁদেছি আমি,
সবচেয়ে সুখী মাগো
হয়েছিলে তুমি।

আমায় পেয়ে হাতে পেলে
আকাশের ঐ চাঁদ,
আদর স্নেহে ভরে দিলে
ছিলো না তো খাদ।

হঠাৎ ঝড়ে হারিয়ে গেলে
একা করে আমায়,
যেখান থেকে কেউ ফেরে না
ঐ দূর অজানায়।

নীল আকাশে হলে তুমি
ঝিকিমিকি তারা,
হাত বাড়িয়ে পাই না তোমায়
যায় না তো ধরা।

আজ বিধাতার কাছে মোর
শুধু এইটুকু মিনতি,
যেখানেই থাকো মাগো তুমি
পাও যেন শান্তি।

আর পড়তে পারেন