শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: মুগ্ধতার রূপ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৯, ২০২১
news-image

রেজাউল করিম(সাকিব):

নৈঃশব্দ্য পরিবেশ
পাখির কিচিরমিচির

বাতাসে গাছের পাতারা দোলে
ছোট ছোট ফুল, সবুজ ঘাসের পাতার ফাকে

নিরব আকাশ, ক্ষণে ক্ষণে কত রঙে সাজে
গোছালো চুল, এলমেল করে দেয় বাতাসে

মাঝে মাঝে ঝরা পাতা, দুলতে দুলতে
গায়ে এসে পড়ে

টলমল করে,
সবুজ কচুপাতায় এক ফোটা জলে,

আকাশে উড়ে উড় জাহাজের মতো করে
শঙ্খচিল ডানা মেলে উড়ে
গ্রাম বাংলার রূপে ।

লেখক:

রেজাউল করিম(সাকিব)
শিক্ষার্থীঃ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
সদস্যঃ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

আর পড়তে পারেন