শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার লক্ষণ নিয়ে মঙ্গলবার কুমিল্লায় মারা গেছেন ৯ জন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে  কুমিল্লা জেলায় মারা গেছেন আরো ৯ জন।

সোমবার রাত থেকে মঙ্গলবার (১৬ জুন)  দুপুর পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজের আইসোলেশন ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া বি পাড়ায় মারা গেছেন একজন।

মেডিকেলে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান।

কুমেক হাসপাতালের আইসিইউতে মারা গেছেন  কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইসহাক মজুমদার (৬০), কুমিল্লা সদরের কৃষ্ণনগরের আয়েশা (৫৬) ও চান্দিনা উপজেলার আবুল বাশার (৪৮) ।

আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার আবদুর রশিদের মেয়ে জাহানারা বেগম (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৫৩), কুমিল্লার কোয়ারের অর্চনা(৫০), শহরের ধর্মপুরের কামাল হোসেন (৬০) ও কুদাউদকান্দি উপজেলার মো: আলেকের ছেলে গিয়াস উদ্দিন (৫৫)।

এছাড়া সোমবার (১৫ জুন) কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ মুরাদবাড়ীর ডাঃ মোঃ শাহআলম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আর পড়তে পারেন