বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা উপসর্গ  নিয়ে কুমিল্লায় ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২০
news-image

 

নাছরিন আক্তার হীরা:

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা জেলাজুড়ে ২৪ ঘন্টায়  ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন।

বুধবার (১০ জুন) থেকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত এসব মৃত্যু হয়।

বুধবার (১০ জুন) সকালে নগরীর ২১ নং ওয়ার্ডের ইপিজেড গেট সংলগ্ন এলাকার বাসিন্দা রবিউল ইসলাম নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান।

একই দিন সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে বাজারের সৈয়দ লাইব্রেরীর মালিক পুস্তক বিক্রেতা সৈয়দ আব্দুল আজিজ (৫০) মারা যান। সকাল সাড়ে ১০ টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সৈয়দ আব্দুল আজিজ ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ আবিদ হোসেনের ছেলে।

এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন।

আর পড়তে পারেন