বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা সংক্রমণে কুমিল্লায় ৭ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

করোনা সংক্রমণে কুমিল্লায় ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার করোনা রিপোর্টে  কুমেক হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় ৫ জনের মৃত্যু দেখানো হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও কুমিল্লা  সিএমএইচ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা সংক্রমণে ৩ জন মারা গেছেন। তারা হলেন মুরাদনগর উপজেলার একজন,  চৌদ্দগ্রাম উপজেলার একজন ও  কুমিল্লা শহরের ৩ জন।

জানা যায়, সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের অশোকতলার বাসিন্দা  মোঃ বাহারুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।

একই দিন নগরীর ১৪ নং ওয়ার্ডের মুন্সিবাড়ির মেজর মারুফ হোসেনের মাতা শেফালী বেগম করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ হাসপাতালে  ইন্তেকাল করেন।

এছাড়া সোমববার রাতে করোনা সংক্রমণে মারা যাওয়াদের মধ্যে কুমিল্লা জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ আলকাসুর রহমান কোকা , করোনা  কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন মজুমদার (৫৭) ও কুমিল্লার ধর্মপুরের জয়নাল আবেদীন (৬৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আর পড়তে পারেন