শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে প্রবাসীদের চিকিৎসা সেবায় অবদানের স্বীকৃতি পেলেন বাংলাদেশ দূতাবাস

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০২১
news-image

ইউসুফ পাটোয়ারী লিংকন:

কাতারের রুমাইলা হাসপাতালের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসকে সম্মাননা স্বরূপ দুইটি ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্বরূপ একটি প্রশংসাপত্র সার্টিফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে রুমাইলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করার জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে।

গত ২ বছর অসুস্থ রোগিদের বিশেষত রুমাইলা হাসপাতালে ভর্তিকৃত বাংলাদেশী রোগিদের নিয়মিত সেবা প্রদান এবং হাসপাতাল কর্তৃপক্ষকে রোগিদের বাংলাদেশে প্রেরণের ক্ষেত্রে দ্রুত ও প্রয়োজনীয় সহায়তা দানের জন্য এই স্বীকৃতি এলো। এটি দূতাবাসের জন্যও গৌরবের।

এছাড়া অসুস্থ ব্যাক্তির জন্য বাংলাদেশে পৌছানোর পূর্বে দেশে একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দেয়াসহ নানাভাবে রুমাইলা হাসপাতালের কর্তৃপক্ষকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজের হাতে সম্মাননা ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করেন রুমাইলা হাসপাতালের পরিচালক ডাক্তার হানাদী আল হামাদ। হামাদ মেডিকেল সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

আর পড়তে পারেন