বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাতারে মিউনিটির অভিষেকে প্রবাসী কল্যাণ মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০১৯
news-image

ইউসুফ পাটোয়ারী লিংকন ঃ কাতার থেকে

গত শুক্রবার কাতারে বাংলাদেশ কমিউনিটি (বিসিকিউ) আনুষ্ঠানিক ভাবে অভিষেক হয়েছে, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনকে সভাপতি ও আমিন রসুল সাইফুলকে সাধারণ সম্পাদক করে ১৬০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কমিউনিটি কাতার এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে দোহা ক্রাউন প্লাজা হোটেল মিলনায়তনে

ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমেদ, কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারি মোহাম্মদ হাসান আল ওবায়দলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা লেঃ হামাদ আলী আল মেরি। জনসংযোগ বিভাগের কমিউনিটি সমন্বয়কারী

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১০০ টি ইকোনোমিক জোন তৈরী হচ্ছে এবং প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক করা হবে, এখন কোথায় বিনিয়োগ করবেন তা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারকে সুপারিশ করবো। আগামী বছর থেকে ই-পাসপোর্ট আপনারা হাতে পাবেন এবং তার মেয়াদ হবে দশ বছর।

বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, আমি অত্যন্ত খুশি যে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ-কাতার (বিসিকিউ) নামে একটি গঠনমূলক সংগঠন প্রথমবারের মত করছেন। তিনি বলেন, বিসিকিউ সম্প্রদায়ের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করা ও কাতারে টেকসই উন্নয়নে আরও অবদান রাখবে বিসিকিউ।

কাতার কমিউনিটি পুলিশ ও আল ফাজা পুলিশসহ অভ্যন্তরীণ মন্ত্রণালয় বিভাগের বেশ কয়েকটি বিভাগ তাদের সেবা পরিবেশন করার জন্য এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মেট্রাসের ২ টি সেবা, প্রত্যয়ন পদ্ধতি, সেবা ক্যাটাগরি এবং কাতারী ভিসা সেন্টার সম্পর্কে বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আকন আজকের কুমিল্লাকে বলেন, “বিসিকিউর মূল লক্ষ্য হচ্ছে কাতার সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বয় ও সহযোগিতা করা এবং কাতার সরকারের উদ্যোগকে সমর্থন করা। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের জন্য সকল প্রয়োজনে পাসে থাকবে এই সংগঠন

আর পড়তে পারেন