শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাব স্কাউট শিক্ষাই হচ্ছে পরিচ্ছন্ন জীবন -রবীন্দ্র চাকমা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
“সুন্দর জীবনের জন্য স্কাউটিং ” এই প্রতিপাদ্য’কে ধারন করে বাংলাদেশ কাব স্কাউট কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখার তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ২০১৮ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা বলেন, কাব স্কাউট হচ্ছে শিশুদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যারা কাব দলের সাথে জড়িত তারা কখনো অন্যায় কাজে জড়িত হতে পারে না। কাব স্কাউট শিশুদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী, সেবাপরায়ণ, সর্বোপরি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কাব স্কাউট শিক্ষাই হচ্ছে পরিচ্ছন্ন জীবন, সৃষ্টিকর্তার প্রতি অবিচল আস্থা, দেশের প্রতি কর্তব্য ও নিজেকে ভালোবাসা।

তিনি আরো বলেন, কাব স্কাউটে যারা কাজ করবে সে সকল বন্ধুরা দেশ প্রেমিক ও
আত্মনির্ভশীল হতে হবে। পড়া-লেখার পাশাপাশি কাব স্কাউট’র শিশুরা সকল আইন মেনে চলতে হবে।

দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট দেবিদ্বার উপজেলা শাখার সদস্য , ক্যাম্পুরী প্রোগ্রাম চীফ ও এ এল টি স্কাউটার মো. মিজানুর রহমান, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সি এল টি শরীফ রফিকুল ইসলাম, ভিরাল্ল এস কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, এ এল টি মো. আক্তারুজ্জামান,  এ এল টি মো. জসিম উদ্দিন পাঠান, এ এল টি মো. খোরশেদ আলম, বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা বেগম, উডব্যাজার ওয়াহিদুজ্জামান, তাসলিমা আক্তার,মো. কামরুল ইসলাম, মো. আবদুল মালেক প্রমুখ। এদিকে ৩দিন কাব স্কাউট অনুষ্ঠানে বিভিন্ন স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেয়।

আর পড়তে পারেন