শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কার ঘরে যাবে বিশ্বকাপ ।। ক্রোয়েশিয়ার প্রথম নাকি ফ্রান্সের দ্বিতীয়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
আজ সেই মাহেন্দ্রক্ষণ । এক মাসের লড়াই শেষে বিশ্বকাপের শিরোপার জন্য চুড়ান্ত লড়াইয়ে মাঠে নামছে দুই ফাইনালিষ্ট ক্রোয়েশিয়া এবং ফ্রান্স। ফুটবল বিশ্বের মাথায় একটাই প্রশ্ন। কার ঘরে যাবে গ্রেটেষ্ট শো অন দি আর্থের শিরোপা ? প্রথমবারের মত ইতিহাস সৃষ্টি করবে ক্রোয়েশিয়া নাকি ফ্রান্সের দ্বিতীয় শিরোপা হতে যাচ্ছে । মস্কোর লুজনিকিতে বাংলাদেশ সময় রাত ৯ টায় ফাইনাল।
ফ্রান্স আগেও বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঘরে তুলেছে। ১৯৯৮ বিশ্বকাপ নিজেদের ঘরে আয়োজন করে তারা শিরোপা রেখে দিয়েছে। সেবার দলের অধিনায়ক ছিলেন বর্তমান ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফরাসী ফুটবল দল আবার ফাইনালের টিকিট পেয়েছে। আরেকটি শিরোপা জয়ের জন্য দিদিয়ের দেশম মাথা খাটাচ্ছন। ফুটবল দুনিয়া দেশমদের আগে থেকে চেনে। কিন্তু আড়ালে পড়ে থাকা ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম। তাদের প্রতি মানুষের আগ্রহটা বেশি। ক্রোয়েশিয়ান ফুটবল দলের খেলোয়াড়দের প্রতিও ফুটবল দুনিয়ার কদর বেড়েছে। কদর বেড়েছে দলের কোচ জালাতকো দালিচের। অথচ এই জালাতকো দালিচ ক্রোয়েশিয়ার ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন বিনা বেতনে। বিশ্বকাপের আগেই তাকে আরব দেশ থেকে এনে দায়িত্ব দেন ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ডেভর সুকর।

জালাতকো দালিচকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিল দায়িত্ব নেয়ার আগে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন থেকে তাকে কি বলা হয়েছিল। জবাবে দালিচ বললেন, ‘আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন আমার কোনো বেতন ছিল না। বিনা বেতনে চাকরি নিয়েছিলাম। আমি শর্ত দিয়েছিলাম যদি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে দলকে তুলতে পারি তাহলে চাকরি এবং বেতনের বিষয়টির নিয়ে বসব। আপনারা শুনলে অবাক হবেন ৬ সপ্তাহ পর্যন্ত আমার কোনো চুক্তিই ছিল না। অথচ আমি কাজ করে গিয়েছি। আমার জন্য এটা ভালো হয়েছে। কারণ দলের সাফল্যে আমি এখন সেরা কোচ হয়েছি।’
দালিচ আরব দেশের বিভন্ন ক্লাব ফুটবলে কাজ করেছেন। সেখান থেকে এসে সরাসরি ক্রোয়েশিয়ার কোচ হয়েছেন। তিনি বলেন,‘আমি ছোট ক্লাবে কাজ করলেও পরে এশিয়ার সেরা দুটি ক্লাবে কাজ করেছি। জানতাম বড় ক্লাব মানে বড় চাপ। ভুল হলে চাপ নিতে হয়। স্বপ্ন ছিল জাতীয় দলে কাজ করব। বিশ্বকাপ বাছাইপর্বে চাপ নিয়ে খেলে আমি বুঝতে পারছি কিভাবে সামাল দিতে হয়। আমার আত্মবিশ্বাস বেড়েছে। আপনারা দেখবেন ডাগ আউটে দাঁড়িয়ে আমি সব সময় পজিটিভ থাকি। নেগেটিভ ফুটবল খেলিনি।’

ক্রোয়েশিয়া অনেক যুদ্ধের পর এতো দূর এসেছে। ফুটবল খেলাটাকে তারা বুকে তুলে নিয়েছে। কারণ ফুটবলই পারে ক্রোয়েশিয়ার সব কিছু বদলে দিতে। দুর্ভাগ্য হলেও বলতে হচ্ছে আমরা এখানে পঞ্চাশ ষাট হাজার দর্শকের সামনে খেলছি। আমাদের দেশে এতো বড় স্টেডিয়াম নেই। আমরা নিজেদের প্রমান করেছি বিশ্বকাপের ফাইনালে উঠে।’

ফ্রান্স ফাইনালে খুবই ফেবারিট দল হিসেবে খেলতে নামবে। ইতোমধ্যে তারা বিশ্বকাপের কয়েকটি পরাশক্তি দলকে বিদায় করে দিয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামকে হারিয়ে এসেছে তারা। তবে সেই সাথে তাদের ফাইনালে দূর করতে হবে পর্তুগালের কাছে পরাজয়ের সেই স্মৃতিও। জিরু বলছেন, এবার ব্যাপারটা ভিন্ন। কারণ, সেবার তারা মনোসংযোগ হারিয়ে ফেলেছিলেন বলে বলছেন এই তারকা। এবার আর তারা সুযোগ নষ্ট করতে চান না বলে বলছিলেন তিনি, ‘এবার ব্যাপারটা ভিন্ন। সেই সেমিফাইনালে জার্মানিকে হারানোর পর আমরা একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। এবার বেলজিয়ামের বিপক্ষে জয়ের পর তেমন ঘটেনি। এবার অনুভূতিটা একরকম নয়। এবার আমরা জানি যে, আমাদের আরেকটা ম্যাচ জিততে হবে। এবার আমাদের মনোসংযোগ ও চিন্তা কাজটা শেষ করা নিয়ে। এ জন্যই পরিস্থিতি আলাদা। আমরা এই পর্যন্ত আসতে লম্বা পথ পাড়ি দিয়েছি। এখন এই সুযোগটা নষ্ট করতে চাই না।’ ফ্রান্সের প্রতিভার অভাব নেই। এই প্রতিভা ব্যাপারটার অভাব নেই আরেক ফাইনালিস্ট ক্রোয়েশিয়ারও। তবে জিরু বলছেন, প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা যাবে না। মূলত এই ম্যাচে কোন দল কতোটা কার্যকারিতা দেখাতে পারে, তার ওপরই ফল নির্ভর করছে বলে তিনি বলছেন, ‘আপনি শুধু প্রতিভা দিয়ে বিশ্বকাপ জিততে পারবেন না। শুধু প্রতিভা যথেষ্ট হবে না। আপনার কার্যকারিতা লাগবে। মানসিক শক্তি এই ম্যাচে শতকরা ৭০ ভাগ ভূমিকা রাখবে। আপনি যদি আপনার সতীর্থদের সাথে কাজ করতে তৈরি থাকেন, পরস্পরের সাথে একই নিবেদন দেখাতে পারেন এবং প্রতীজ্ঞা ঠিক রাখেন, তাহলে যে কোনো কিছু ঘটতে পারে।’ চেলসির এই স্ট্রাইকার এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত গোল করতে পারেননি। সে জন্য তিনি নিজেকে খানিকটা দায়ও দিচ্ছেন। তবে জিরু বলছেন, তিনি আসলে দলের ভারসাম্য ঠিক রাখা এবং নিজের ভূমিকাটা পালন করা নিয়েই ভাবছেন, ‘বেলজিয়ামের বিপক্ষে আমার কার্যকারিতার অভাব ছিল। সেই সাথে স্কোর করার জন্য যে ভাগ্যটা দরকার হয়, সেটাও ছিল না। আশা করি ফাইনালে ভাগ্য আমার সাথে থাকবে। ১৯৯৮ বিশ্বকাপে গুবিরাচ দারুণ খেলেছিল। কিন্তু কোনো গোল করতে পারেননি। আমার মনে হয়, আমিও ভালো একটা বিশ্বকাপ কাটাচ্ছি। তিনটি গোলে সহায়তা করেছি। আমি প্রতীজ্ঞাবদ্ধ আছি এবং যথেষ্ট পরিশ্রম করছি। আমাদের মূল ব্যাপারটা হলো, সকলে যার যার সেরাটা দেওয়া।’ জিরু মনে করেন, তিনি গোল না পেলেও ভারেলা কাজ করছেন, নিজের সেরাটা মাঠে দিচ্ছেন। এই পথে যদি ফাইনালে একটা গোল আসে, তাহলে তিনি খুশী হবেন। তবে গোল না করেও দল যদি চ্যাম্পিয়ন হয়, আরও বেশি খুশী হবেন বলে বলছিলেন, ‘আমি মনে করছি, আমি দলের জন্য সবটুকুই উজাড় করে দিচ্ছি। যদি একটা গোল আসে, তাহলে আমি খুব খুশী হবো। আশা করি, রবিবারই সেটা আসবে। তবে আমরা যদি চ্যাম্পিয়ন হই, আর আমি গোল না পাই; তাতে আমি আরও বেশি খুশী হবো।’

এদিকে আর্থ-সামাজিক অবস্থা, ফুটবলের অভিজ্ঞতা বা মানসিক শক্তি; সব ক্ষেত্রেই অপেক্ষাকৃত দুর্বল ক্রোয়েশিয়া। তাই স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচ নিয়ে অনেকটাই আবেগী হয়ে উঠেছেন দলের দুই কাণ্ডারি মিডফিল্ডার ইভান র‌্যাকিটিচ ও লুকা মদ্রিচ। সেই আবেগী সুরই ভেসে উঠলো র‌্যাকিটিচের কথায়।

এই বার্সেলোনা তারকা বলেছেন, এটা আমাদের জন্য ঐতিহাসিক একটা ম্যাচ। শুধু আমরা ১৩-১৪ জন খেলব না, আমাদের সাথে খেলবে পুরো ক্রোয়েশিয়া। মাঠে থাকবে ৪৫ লাখ মানুষও!
তিনি বলেন, গত এক মাসে ক্রোয়েশিয়ার মানুষ যে আনন্দে কাটিয়েছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। একসাথে তারা হেসেছে, কেঁদেছে, আনন্দ উল্লাস করেছে, এটা এক কথায় অসাধারণ। যদি ৪৫ লাখ মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম থাকত, তা হলে তো তারা সবাই খেলা দেখতে চলে আসত।’ রাকিটিচ জানান, মস্কোর লুজনিকিতে যখন জাতীয় সঙ্গীত বাজবে, মাঠে নামা ক্রোয়েশিয়ার ১১ জনের সাথে গাইবে স্টেডিয়ামে থাকা হাজারো সমর্থক, গাইবেন দেশে থাকা সাড়ে ৪৫ লাখ ক্রোয়েশিয়ানও।

১৯৯৮ সালে এসেই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ক্রোয়েশিয়া। দিদিয়ের দেশমদের ফ্রান্সের কাছে হেরেই সেমিফাইনালে বিদায় নিতে হয় ডেভর সুকারের ক্রোয়েশিয়াকে। ২০ বছর পর নিজেদের ইতিহাসের প্রথম ফাইনালে সেই দেশমদেরই পাচ্ছে ক্রোয়াটরা।

ইতিহাসের প্রথম দল হিসেবে নকআউট পর্বের তিন ম্যাচেই পিছিয়ে থেকে জিতেছে ক্রোয়েশিয়া। টানা তিন ম্যাচে অতিরিক্ত সময়ে খেলে স্বাভাবিকভাবেই ক্লান্ত ক্রোয়াটরা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তো জ্বর নিয়েই খেলেছিলেন রাকিটিচ। ক্লান্ত থাকলেও নিজেদের সব শক্তি এই ম্যাচে কাজে লাগাতে চান তিনি, ‘ক্লান্ত থাকলেও শক্তি ও গতির কোনো কমতি হবে না। আমরা একে অন্যের পাশে থাকব। ম্যাচ শেষে আমরা আফসোস করতে চাই না যে একটু বেশি চেষ্টা করলে অন্য কিছু হতে পারত। আর বিশ্বকাপ জিততে হলে একটু ভাগ্যেরও দরকার। আশা করি সেটা আমদের পক্ষেই থাকবে।’

আর পড়তে পারেন