শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শাহরাস্তি উয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২১, ২০১৮
news-image

জাহাংগীর আলম হৃদয় / সিদ্দিকুর রহমান নয়ন :
কাল বৈশাখী ঝড়ে শাহরাস্তি উপজেলাস্থ উয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসাটির আসবাবপত্র, টিনের চালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ.ম.হ নাজমুল হুদা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ আ.ম.হ নাজমুল হুদা বলেন, এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মতিউর রহমান এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই মাদ্রাসা থেকে দাখিলে শতভাগ, পিএসসিতে শতভাগ ও জেএসসিতে ৯৭.২২ শিক্ষার্থী পাস করেন। এ কলেজের শিক্ষক সংখ্যা ১১ জন, শিক্ষার্থী ৪২৯ জন ও কর্মচারী ৩ জন। শিক্ষামান ভালো থাকলেও বিভিন্ন সংকটেও ভারাক্রান্ত এ প্রতিষ্ঠানটি । যেমন, শ্রেণিকক্ষ সংকট, আসবাবপত্র সংকট, নেই কোন পাকা ভবন । এর উপরে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সকল কিছু। আমরা চাই সরকারিভাবেও সহায়তা করা হলে এই এলাকার শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।

আর পড়তে পারেন