সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ফিলিস্তিনে নিহতদের জন্য দোয়া, গাউসুল আ’জম কনফারেন্স-২৩ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০২৩
news-image

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ইসরাইলিদের বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হযরত আব্দুল কাদের জিলানী ( রঃ) জীবনী ও কর্মশীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত।

গত ১১ ই নভেম্বর কুমিল্লা চকবাজারস্থ গোমতি রোটারি ক্লাবে কুমিল্লা গাজীপুরী কাদ্বেরিয়া সংগঠনের আয়োজনে ইসরাইলিদের বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও হযরত আব্দুল কাদের জিলানী ( রঃ) জীবনী ও কর্মশীর্ষক “গাউছুল আ’জম কনফারেন্স-২৩” অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা গাজীপুরী ক্বাদেরীয়া সংগঠনের সভাপতি মুফতী মাওলানা আবুল বাশার আল – ক্বাদেরীর আহবানে গাউছুল আ’জম কনফারেন্সের সভাপতিত্ব করেন শাহপুর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত শাহজাদা ইয়াসির আহমদ সোবহানী আলক্বাদেরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের সভাপতি শাহজাদা মাহবুব ইলাহ আল-ক্বাদেরী। কনফারেন্সের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত উপদেষ্টা আলহাজ্ব শাহ মো: আলমগীর খান আল মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারোগাবাড়ি সমাজ কল্যান পরিষদের সভাপতি জনাব মুহাম্মদ আলী ফারুক, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ ই মিলাদুন্নবী সাঃ উদযাপন কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাইনুল হাসান লেহিন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি খাদেম মুহাম্মদ ফিরোজ আল মাইজভাণ্ডারী, কুমিল্লা মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সেক্রেটারি এনামুল কবির মাইজভাণ্ডারী। কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহপুর দরবার শরীফের খলিফাবৃন্দ পীরে তরীকত মাওলানা হেদায়াতুল্লাহ আল কাদেরী, ইঞ্জিনিয়ার সাইফুল আলম শামীম আল ক্বাদেরী।

হযরত আব্দুল কাদির জিলানী (রাঃ) এর জীবনী ও কর্ম শীর্ষক কনফারেন্সের প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব পীরে তরিকত শাহ মুহাম্মদ মামুনুর রশিদ আল আযহারী এবং কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী গোলাম মোস্তফা (মা.জি.আ)।
ইঞ্জিনিয়ার সাইফুল আলম শামীম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্যে ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলার সভাপতি দাউদ খান মিয়াজী অচিরেই ইসরালী আগ্রাসনের আহবান জানান।

আলহাজ্ব শাহ মো আলমগীর খান বলেন, আমেরিকার মানবাধিকারের কথা বলে, কিন্তু আজ তাদের মানবাধিকার কোথায়, তারা মানবতার কথা বলে আড়ালে ইসরায়েল কে উসকে দিচ্ছে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে কচুয়া উপজেলার গাউসিয়া সোবহানীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফয়জুর রহমান ফিরোজ আলক্বাদেরী বলেন, আমরা বিশ্বের মুসলিম দেশগুলোকে আহ্বান করব, তারা যেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায়। এখনই ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলিরা সেখানে নারী, শিশু, যুবক কিংবা বৃদ্ধ কোনো কিছুই আর বিবেচনা করছে না।

তারা শুধু ফিলিস্তিনের নাগরিক পেলেই হত্যা করছে। ফিলিস্তিনিরা এখন মানবতার সর্বনিকৃষ্ট অবস্থায় রয়েছে। নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনি মুসলমানদের চরম দুর্দিনে কোন মু’মিন মুসলমান নীরব থাকতে পারেনা। এটা ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে তুলনা করেছেন একটি দেহের সঙ্গে। দেহের এক অঙ্গের অসুস্থতায় পুরো দেহই যেমন কাতর হয়ে পড়ে, ঠিক পৃথিবীর এক অঞ্চলের একজন মুসলমানের ব্যথাও অনুভব করতে হবে অন্য সব অঞ্চলের মুসলমানদের। আর তখনই ভ্রাতৃত্বের মর্যাদা রক্ষা হবে।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ অধ্যক্ষ মুফতি কাজী আবুল বাশার গাজায় আর্থিক সহযোগিতা পাঠানোর প্রস্তাব দিলে, অচিরেই একটি আর্থিক সহযোগিতা পাঠানো হবে সভায় আশ্বস্ত শাহজাদা ইয়াসির সোবহানী ।

অনুষ্ঠান শেষে শাহজাদা ইয়াসির সোবহানী আলক্বাদেরী মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এতে গাজায় নিহত সকল শহীদের রূহের মাগফেরাত ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

আর পড়তে পারেন