শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটিতে পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২৩
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানায়, গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করে। কমিটিতে শাহিনুর রহমানকে আহবায়ক ও সমীর চক্রবর্তীকে সদস্যসচিব করা হয়। কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ফেটে পড়েন।

এর প্রতিক্রিয়ায় পরদিন শুক্রবার পদঞ্চিতরা বিক্ষোভ ও নেতাদের বাড়িতে হামলা চালায়। সে সময় কৃষকদলের আহ্বায়ক ভিপি শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহিনুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

আর পড়তে পারেন