রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে দুর্নীতি বিরোধী অভিযান- ২০২৩ উপলক্ষে র‍্যালি

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০২৩
news-image

চাঁদনী আক্তার, কুবিঃ

‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে দুর্নীতি বিরোধী অভিযান- ২০২৩ উপলক্ষে এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটক হয়ে শিক্ষকদের ব্যাডমিন্টন কোর্টে এসে শেষ হয়।

র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ূন কবির, ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী,
ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, হল প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, নীতি এবং নৈতিকতা বহির্ভূত যেকোন কাজই হলো দুর্নীতি । সারা বছর ধরে চলমান দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আজকের এই দুর্নীতি বিরোধী র‍্যালি। এই র‍্যালির উদ্দেশ্য হলো দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, শুধুমাত্র আর্থিক লেনদেন দুর্নীতির পরিচায়ক নয়। বরং প্রতিটি নাগরিক তার অর্পিত দায়িত্ব যথাযথ পালন না করাও দুর্নীতির অংশ। কাজেই সকলের উচিত পরিপূর্ণভাবে দুর্নীতিকে প্রতিরোধ করা।

আর পড়তে পারেন