বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সন্ত্রাস ও নৈরাজ্যের ষড়যন্ত্র প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

মঙ্গলবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দীকি রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়া উদ্দীনের সঞ্ছালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদের, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, ” আগামী নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র চলছে, এটাকে রুখে দিতে হবে।” এছাড়াও বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে ৩য় বারের মত ক্ষমতায় আনতে বঙ্গবন্ধু পরিষদের করণীয় বিষয় সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

আর পড়তে পারেন