বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে বেসিক আইটি কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২২, ২০১৮
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইটি সোসাইটির আয়োজনে দিনব্যাপী বেসিক আইটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় শুরু হয়ে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১ নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি (কার্যকরী) মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইকিউএসি এর পরিচালক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, আইটি সোসাইটির সভাপতি সাইয়্যেদ মাখদুম উল্যাহ, সাধারণ সম্পাদক ফাহমিদ হাসান অনিক সহ সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় কম্পিউটার উইন্ডোজ, পার্টিশন, জি-মেইল, ফেইসবুক সিকিউরিটি, ডাটা রিকভারি ও এন্টিভাইরাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

আর পড়তে পারেন