মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবি থিয়েটারের পথনাটক,‘পাগল পাগল বদ্ধ পাগল’

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২২
news-image

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের উদ্যোগে‘ পাগল পাগল বদ্ধ পাগল’ পথ নাটক প্রদর্শিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ নাটকটি প্রদর্শিত হয়েছে। তামিম আল হাসানের রচনায় ও নাজমুল ফাহাদের নির্দেশনায় প্রদর্শিত নাটকটিতে বর্তমান সমাজের অপরাধমূলক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

পথ নাটকটি সম্পর্কে জানতে চাইলে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন,‘সাম্প্রতিক সময়ে সমাজে যে অসঙ্গতি দেখা যায় সেই অসঙ্গতিকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই পথ নাটকের আয়োজন। সমাজের বেশিরভাগ অপরাধই সংগঠিত হয় ক্ষমতাধর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্ররোচনায়৷তারা কিভাবে আইন নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো নাটকের মাধ্যমে তুলে ধওে সমাজকে বার্তা দেওয়াই আমাদেও উদ্দেশ্য।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নাটকটি উপভোগ করেন।

আর পড়তে পারেন