মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৭, ২০২৬
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগম (৯০) গতকাল রাতে ইন্তিকাল করেছেন। (ইন্না-লিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন)। আজ ২৬জানুয়ারী মঙ্গলবার বাদ জোহর মরহুমর নামাজের জানাজা শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মোমেনা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির,মরহুমার কনিষ্ঠ জামাতা রানীর বাজারের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ সাঈদী, নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন সহ মহানগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামারা।

জানাজার নামাজের ইমামতি করেছেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।।

আর পড়তে পারেন