বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: মহাসড়কে আগুন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৪, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম , চান্দিনা :
কুমিল্লার চান্দিনায় করোনা ভাইরাস সতর্কতা উপেক্ষা করে বকেয়া বেতনের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে জুট মিল শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় আশা জুট মিলের শ্রমিকরা এ অবরোধ করে। ফোরলেন মহাসড়কে টিনের বেড়া দিয়ে, গাছের গুড়ি ফেলে এবং টায়ারে অগ্নি সংযোগ করে বন্ধ করে দেয় যান চলাচল।

এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। করোনা ভাইরাস সতর্কতায় গণপরিবহন বন্ধ থাকার পরও পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান, পিকআপ, রোগীবাহী এ্যাম্বুলেন্স সহ অন্যান্য পরিবহনের দীর্ঘ লাইন দেখা যায়।

টানা প্রায় ৩ ঘন্টা অবরোধ চলার পর বেলা ১১টায় মিল কর্তৃপক্ষ আগামী সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে পুলিশের সহায়তায় অবরোধ তুলে নেয় উত্তেজিত শ্রমিকরা।

মিলের শ্রমিক আবু কালাম জানান- এমনিতেই করোনা ভাইরাসের কারণে আজ এক দেড় মাস কাজ-কর্ম নাই। আমরা যতটুকু করি তাও যদি বেতন না পাই, তাহলে পরিবারের লালন-পালন করবো ক্যামনে। আজ ২ সপ্তাহ যাবৎ আমাদের বেতন দেয় না।

ওই জুট মিলের সিবিএ নেতা সুজন মুন্সি জানান- শ্রমিকদের মোট ১০ দিনের বেতন বকেয়া পড়েছে। এ নিয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলাপও করেছি। কিন্তু কিছু বহিরাগত উশৃঙ্খল মানুষের পরোচনায় এ ঘটনা ঘটিয়েছে শ্রমিকরা।

এ ব্যাপারে আশা জুট মিলের ম্যানেজার (এডমিন) মো. জালাল এর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আর পড়তে পারেন