মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে টানা ৪০দিন নামাজ আদায় করায় পুরষ্কৃত হলো ৩০ কিশোর

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০২১
news-image

 

চৌদ্দগ্রাম সংবাদদাতাঃ

টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করায় ৩০ জন কিশোরকে বাইসাইকেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করেছে কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ধনমুড়ী দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি।

শুক্রবার বাদ আছর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জনকে ৩টি বাইসাইকেল, ৪র্থ জনকে আর্কষনীয় পুরস্কার, ৫ম ও ৬ষ্ঠ্যতম অংশগ্রহণকারীকে ২টি পাঞ্জাবী এবং বাকী অংশগ্রহনকারী সকলকে একটি করে আকর্ষনীয় মগ উপহার দেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাওলানা রফিক উল্লাহ’র সভাপতিত্বে এবং কমিটির কোষাধ্যক্ষ মো. দিদার হোসেনের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে পুরস্কার তুলে দেন অত্র মসজিদের খতিব হাফেজ বশির আহম্মদ, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মালেক। এসময় সামাজিক ব্যক্তিত্ব মো. এমরান হোসেন, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, মো এয়াকুব, মোঃ এয়াছিন, মোঃ মাবুল হকসহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন