মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনার ছোবলে কুমিল্লায় প্রথম স্থানে দেবিদ্বার: মোট আক্রান্ত ১০২ জন ও মৃত্যু ৮ জনের

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০২০
news-image

মোঃ জামাল উদিন দুলাল ঃ
কুমিল্লার দেবিদ্বারে শুক্রবারে ৫৭ টি রিপোর্ট এসেছে ।  এর মধ্যে ২৫ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় নবীয়াবাদের গৌরাঙ্গ(৫২) ও লায়লাকে (২৬) সুস্থ্য  ঘোষণা করা হয়েছে।

শুক্রবার যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে নবীয়াবাদের ১০ জন, দেবিদ্বার গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের ৫ জন, দেবিদ্বার পৌর এলাকার হাসপাতাল রোডের কান্তিধারা বাসায় স্বামী-স্ত্রী ২ জন, থানায় ২ জন, বারেরায় ১ জন, বড় আলমপুরে ১ জন, ফতেহাবাদে ১ জন, বল্লভপুরে  ১ জন, জীবনপুরে ১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক।

এখন পর্যন্ত দেবিদ্বারে মোট পজেটিভ ১০২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯১ জন। এ সবগুলো তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর।