বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় বিজয় স্তম্ভের ফলকে বীর উত্তমকে বীর বিক্রমে রুপান্তর, এলাকাবাসীর ক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৫, ২০১৮
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলা চত্ত্বরে অবস্থিত বিজয় স্তম্ভের ফলকে বীর উত্তমকে বীর বিক্রম লেখায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহান মুক্তিযুদ্ধকালীন মেঘনার কৃতি মুক্তিযোদ্ধাদের স্মরণে বিজয় স্তম্ভ নির্মাণ করেন।

ওই ফলকে উপজেলার সোনার চর গ্রামের শহীদ সামসুজ্জামান বীর উত্তম, বাংলাদেশ গেজেট নোটিফিকেশন নং ৮/২৫/ডি-১/৭২-১৩৭৮,তারিখ ১৫ই ডিসেম্বর ১৯৭৩খ্রি:  প্রধান মন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদ পত্র নম্বর ৪১ কে শহীদ সামসুজ্জামান বীর বিক্রম লেখায় এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিষয়টি কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে সংশোধন করার অনুরোধ জানান এলাকাবাসী।

আর পড়তে পারেন