শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাসে মাদ্রাসা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলন, দুদকের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২৫
news-image

বিশেষ প্রতিনিধি:

কুমিল্লা জেলার তিতাস উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে।

অভিযোগের ভিত্তিতে আজ বুধবার (৫ নভেম্বর) দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুদক সূত্রে জানা যায় কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। নিরপেক্ষ প্রকৌশলী দলের উপস্থিতিতে পরিচালিত এই পরিদর্শনে দেখা যায়, ২০২৪ সালের ১১ নভেম্বর কার্যাদেশ প্রদান করা হলেও বাস্তবে প্রকল্পের কোনো কাজ সম্পন্ন হয়নি। অথচ প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উত্তোলনের প্রমাণ মেলে।

দুদকের টিম ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নথিপত্র সংগ্রহ করে এবং প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। কমিশনের কর্মকর্তারা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

দুদক সূত্র আরও জানায়, সরকারি তহবিলের অপব্যবহার, জাল বিল উত্তোলন ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন