শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দাউদকান্দিতে ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৯
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদ/ জাকির হোসেন হাজারি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন করা হয়।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবদি আলী ভুইয়া এমপি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোঃ আলী সুমন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ কওে যাচ্ছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠাকে ডিজিটাল শিক্ষার শিক্ষার আওতায় আনা হবে। আগামী দিনে শিক্ষার্থীরা হবে আধুনিক জ্ঞান সম্পূর্ন।

আর পড়তে পারেন