শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫টি মামলা ও জরিমানা আদায়

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫টি মামলায় ৪ হাজার ৭ শত টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক উন- নবী তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ২ টি হোটেল, মূল্য তালিকা না থাকায় ৫ টি মুদি দোকান, অবৈধভাবে গাড়ী পার্কিং করায় সুগন্ধা ও জনতাবাস ৬ টি সিএনজিকে জরিমান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক উন-নবী তালুকদার বলেন, অনিয়ম করার দায়ে বিভিন্ন আইনে তাদের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। অনিয়মরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারি মো. কাউছার ও দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।

আর পড়তে পারেন