শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার নির্বাচনে ফ্যাক্টর নতুন ভোটার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় ভোটার বেড়েছে পাঁচ লাখের বেশি। এর মধ্যে বেশির ভাগই নতুন ভোটার। এবার নির্বাচনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। তাই কুমিল্লার নির্বাচনে ফল নির্ধারণে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তরুণ ভোটাররাই।

নির্বাচন অফিসের তথ্য মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে মোট ভোটার সংখ্যা ৩৮ লাখ ৭৮ হাজার ৬০৪ জন। পুরুষ ভোটার ১৯ লাখ ৫৩ হাজার ৮৬৫ জন এবং নারী ভোটার ১৯ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৯৮৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা বেড়েছে দুই লাখ ৯৩ হাজার ৯৫৪ জন এবং নারী ভোটারের সংখ্যা বেড়েছে দুই লাখ ২৩ হাজার ৩৫ জন।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর বলেন, বর্ধিত ভোটারদের বেশির ভাগই প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং অধিকাংশই তরুণ ভোটার। স্থানান্তরিত হওয়ার কারণেও ভোটার সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন ভোটাররাই নির্বাচনে ফল নির্ধারণে মূল ফ্যাক্টর। বিপুল পরিমাণে বর্ধিত ভোটার কুমিল্লার ১১টি আসনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা। আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশে নিজের প্রথম ভোট দিয়ে পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা।

আর পড়তে পারেন