শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাস্ক না পরায় ২৬ জনকে অর্থদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে সরকারি নির্দেশনা অমান্য করায়, সামাজিক দূরত্ব না মানায় এবং মাস্ক না পরায় ২৬ জনকে ১৪ হাজার ৬ শত টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ব্রাহ্মণপাড়া টু দুলালপুর সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মানুষকে সচেতন করতে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার নির্দেশনায় ব্রাহ্মণপাড়া উপজেলা সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং মুখে মাস্ক না পরায় ২৬ জনকে ১৪ হাজার ৬শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

আর পড়তে পারেন