শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন ১০ ডিসেম্বর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ১০ ডিসেম্বর। নির্বাচন কমিশনার মঙ্গলবার রাতে এ তফসীল ঘোষণা করেছেন। এ বছরের ১৬ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়ে যায়।

তফসীলে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীগণের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর। এ ছাড়াও মনোনয়ন পত্র বাছাই ১৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর। প্রতিক বরাদ্দ ২৪ নভেম্বর ও আপিলের শেষ তারিখ ১৮ থেকে ২০ নভেম্বর এবং আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রা‏হ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ৬০ হাজার ২০৮ ভোটার। এদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৬৬৬ এবং নারী ভোটার ৭৮ হাজার ৫৪২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ব্রা‏হ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,মঙ্গলবার রাতেই গণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।

আর পড়তে পারেন