বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ জুলাই)সন্ধ্যায় উপজেলার কাজীপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নীলফামারী জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের আজিজুর রহমানের ছেলে মৃত. ইয়াছিন (৩৫) । অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি ।

স্থানীয় সূত্রে জানায়, নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ৩ শ্রমিক ওই ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে। এসময় বিষাক্ত গ্যাসে ওই ট্যাংকিতে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক মারা যায়। গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন