বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হিউম্যান হসপিটালের ফার্মেসীতে ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপত্র ও ডাক্তারের সিলমোহর !

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর রেইসকোর্সে অবস্থিত হিউম্যান ডায়াগনষ্টিক এন্ড হসপিটালের ভিতরে এন এস ফার্মেসীতে কুমিল্লা ডায়াবেটিক হসপিটালের ডাক্তারের সিলমোহর, ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপত্র এবং নমুনা ঔষধ পাওয়া যাওয়ায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

কুমিল্লা জেলা প্রশাসন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ।

এ সময় এন এস ফার্মেসীতে অভিযান চালিয়ে কুমিল্লা ডায়বেটিক হসপিটালের চিকিৎসক ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ লুবনা ইয়াছমিন, ডাঃ নাজলী ইয়াছমিন, ডাঃ সাইফুর রহমান, ডাঃ তৌফিকুর নবী খান, ডাঃ মোঃ বদরুদ্দোজা (ছোটন), ডাঃ মোঃ খালিদ হাছান, ডাঃ ফেরদৌছি বেগম, ডাঃ মোঃ সালে জহর (বাদল), ডাঃ জাহানারা বেগমসহ মোট ১০ জন ডাক্তার এর সিলমোহর এবং ব্যবস্থাপত্র ও সেম্পলের মেয়াদহীন ঔষধ পাওয়া যাওয়ায় এন এস ফার্মেসী মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।

এ অভিযানে সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিয়াল টিম ।

আর পড়তে পারেন