বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হোমনায় মানবিক সাহায্য বিতরণে যুব ও ছাত্রলীগের বাধা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনায় প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে উপার্জনহীন খেটে খাওয়া দরিদ্র ও অসহায় মানুষে মাঝে মানবিক সাহায্য হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন হোমনা উপজেলার কৃতিসন্তান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নোমান চৌধুরী।

শুক্রবার সকাল ১১টার দিকে তাঁর গ্রামের বাড়ি ফতেরকান্দিতে ঘারমোড়া ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ রয়েছে।

তবে খাদ্যসামগ্রী বিতরণ কালে ব্যনারে সংসদ সদস্য সেলিমা আহমাদ সিআইপির ছবি দেখতে না পেয়ে আয়োজকদের সাথে যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারের কথা কাটাকাটি হয়। এতে খাদ্যসামগ্রী বিতরণে সাময়িক বন্ধ থাকে । পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

খাদ্যবিতরণ অনুষ্ঠানে অধ্যাপক ডা.মোঃ নোমান চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শহীদ উল্লাহ, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মহাসিন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, সিরাজুল টম সুডেন, আ. লতিফ ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন ।

আর পড়তে পারেন