শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১১টি আসনের সবকটিতেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৮
news-image

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সবকটিতেই বিজয়ী হয়েছেন মহাজোটের প্রধান শরীক আওয়ামীলীগের সকল প্রার্থী।
কুমিল্লা- ০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৮৭১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ভোট ৯৫ হাজার ৫৪২ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ৭১ জন।

কুমিল্লা- ০২ (হোমনা-তিতাস) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমেদ মেরী (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ আসনে তিনি পেয়েছেন ২ লক্ষ ৫ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন পেয়েছেন ২০ হাজার ১৫৬ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ২ লক্ষ ৯০ হাজার ২৭ জন।

কুমিল্লা- ০৩ (মুরাদনগর) আসনে আ’লীগ মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ইউসুফ আবদুল্লাহ হারুন (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ১৮২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী কাজী মজিবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৩৫৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬ জন।

কুমিল্লা- ০৪ (দেবীদ্বার) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন । তিনি পেয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৫৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের জেএসডির আবদুল মালেক রতন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯৫৮ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ১৬ হাজার ৭৫১ জন।

কুমিল্লা- ০৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবদুল মতিন খসরু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এডভোকেট আবদুল মতিন খসরু (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৫০০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ আবদুল ইউনুস (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৯৬০ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬৮ হাজার ৯৬৭ জন।

কুমিল্লা- ০৬ (সদর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ২ লক্ষ ৯৬ হাজার ৩০০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী আমিনুর রশিদ ইয়াসিন (ধানের শীষ) পেয়েছেন ১৮ হাজার ৫৩৭ ভোট।
এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৫ হাজার ৮৮৪ জন।

কুমিল্লা- ০৭ (চান্দিনা) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আশরাফ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অধ্যাপক আলী আশরাফ (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৮৪ হাজার ৯০১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের প্রার্থী এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ (ধানের শীষ) পেয়েছেন ১৫ হাজার ৮৯১ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৪৯৭ জন।

কুমিল্লা- ০৮ (বরুড়া) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী নাসিমুল আলম চৌধুরী নজরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
নাসিমুল আলম চৌধুরী নজরুল (নৌকা) পেয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৭৮২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমন (ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ২১০ ভোট।
এ আসনে মোট ভোটার ২ লক্ষ ৯৬ হাজার ৬৯৭ জন।

কুমিল্লা- ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ তাজুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোঃ তাজুল ইসলাম (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ৫৯২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী কর্নেল (অব.) আনোয়ারুল আজিম (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৩৬৭ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬১ হাজার ৯৬০ জন।

কুমিল্লা- ১০ (সদর দক্ষিন-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী আ.হ.ম মুস্তফা কামাল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
আ.হ.ম মুস্তফা কামাল (নৌকা) পেয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৪৮৬ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ১৮৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৬ হাজার ৫৭১ জন।

কুমিল্লা- ১১ (চৌদ্দগ্রাম) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ মুজিবুল হক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মোঃ মুজিবুল হক (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ৭৯ হাজার ৩০৩ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বি কামাল উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ১৩৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ২৮ হাজার ২৮০ জন।

আর পড়তে পারেন