শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অনুষ্ঠিত হল “দি গ্রেট বাংলাদেশ রান” টিমের আয়োজনে ১০ কিঃমিঃ দৌড়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০১৮
news-image

আশিকুর রহমান সোহেলঃ
শুক্রবার সকালে “দি গ্রেট বাংলাদেশ রান” টিমের আয়োজনে ১০ কিঃমিঃ দৌড় অনুষ্ঠিত হয় কুমিল্লার কোটবাড়ীতে ।

স্বাস্থ্যবান বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সক্রিয় ও অনুপ্রাণিত করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন জেলার ৮৯ জনসহ অষ্ট্রেলিয়া ও আফগানিস্তানের ২ রানার এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে । কুমিল্লা বিশ্ববিদ্যায়ের প্রধান ফটক থেকে সকালে শুরু হয় এ দৌড়।

অংশগ্রহনকারিরা লালমাই পাহাড়ের ভিতরের রাস্তায় ১০ কিঃমিঃ দৌড়ে আবার বিশ্ববিদ্যালয়ে এসে দৌড় শেষ করে । পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিল কুমিল্লা সাইক্লিস্ট এসোসিয়েশন ।

প্রতিযোগিতার আয়োজক আয়রন ম্যান খ্যাত মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত জানান, সমগ্র বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতায় বৃদ্ধি করা এবং একই সাথে দেশের মানুষকে দৌড়ের মাধ্যমে ফিটনেসের প্রতি আগ্রহী করার লক্ষ্যে বাংলাদেশের প্রথমবারের মত ৬৪ জেলায় দি গ্রেট বাংলাদেশ রান দৌড়ের আয়োজন করছেন তারা।

আর পড়তে পারেন