শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
মে ৯, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনার ২য় ঢেউ মোকাবিলায় অসহায়, কর্মহীন ও সাধারণ মানুষের মাঝে কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৯ মে) সকাল ১০টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০৩টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

 

ত্রান সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তৈল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্য ও দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীরের রিয়ার ওসি সাদীকুর রহমান, ক্যাপ্টেন সাদমানসহ আরও অনেকে।

এসময় ৩৮ বীরের রিয়ার ওসি মেজর সাদীকুর রহমান বলেন, দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে। বর্তমানে দেশ একটি বড় ধরনের সমস্যা অতিবাহিত করছে, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো আগামী দিনগুলোতেও অসহায় মানুষের পাশে থাকবে।

 

আর পড়তে পারেন