শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে আম গাছে আসতে শুরু করেছে মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। সবুজের মাঝে হলুদের সমারোহ দিচ্ছে মধুমাসের আগমনী বার্তা।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রফিকুল হোসেন বলেন, বাড়ির সামনে ৬০ শতাংশ জমিতে আমার বিভিন্ন জাতের দুই শতাধিক আম গাছে মুকুল আসতে শুরু করেছে। গাছের পরিচর্যাও চলছে। কৃষি অফিসের পরামর্শে ওষুধ ব্যবহার করছি। আবহাওয়া অনুকুলে থাকলে এবার ভালো ফলন হবে। তিন বছর ধরে বাণিজ্যিকভাবে আম গাছ লাগাচ্ছি। বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এসে আম কিনে নিয়ে যায়।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রেজাউল হক বলেন, আম চাষিদের সেমিনার করে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিন ধাপে ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করতে হবে। ফলন তুলে রিং আকারে গর্ত করে সার দিতে হবে। এ বছর প্রতিটি গাছে বেশি মুকুল এসেছে। আবহাওয়া অনুকুলে থাকলে আমের বাম্পার ফলন হবে।

আর পড়তে পারেন