শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় দীর্ঘ ৬০ বছরের মানসিক রোগীরদের অপচিকিৎসার অবসান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০২০
news-image

 

শাহ ইমরান

কুমিল্লা সদরের দুর্গাপুরে ৬০ বছর ধরে একটি বাড়িতে মানসিক রোগীদের চিকিৎসার নামে বিভিন্ন ধরনের অত্যাচার,নির্যাতন ও অপচিকিৎসা চলে আসছিল। সেখানে  চিকিৎসক  এবং চিকিৎসার কোনো উপকরণও নেই।

গত রবিবার ( ২০ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি মোবাইল কোর্টের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসনের এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম  জানান,  সেখানে ১৭ জন মানসিক রোগী ছিলেন, আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) আবার ফলোআপ এর জন্য গেলে দেখি যে তাদের কে অভিভাবকদের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়টি রোগীদের অভিভাবকদের সাথে মোবাইল এর মাধ্যমে কথা বলে নিশ্চিত হই। প্রতিষ্ঠানের মালিক আর কখনোই এটা চালু করবেন না বলে অঙ্গিকার করেন।

জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন