শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে প্রেমের সম্পর্কের জের ধরে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মহিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ বিনই নোয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮)।

মামলার বিবরণে জানা যায়- ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৬টার পূর্বে যেকোন সময় কুমিল্লা লাকসাম থানাধীন গোপালপুর গ্রামের শাহ আলমের বাড়ীতে পরিত্যক্ত ঘরে আসামি মহিন উদ্দিন নাছিমা আক্তার (২৪) কে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করিয়া গলায় ও মুখে কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে হাতা পা বেঁধে ঘটনা স্থলে ফেলিয়া পালিয়ে যায়। এ ব্যাপারে ঐদিন নিহতে ভাই জুনাব আলীর ছেলে ফজলে রাব্বী বাদী হয়ে মৃত আঃ জলিল মিয়ার ছেলে মোঃ মহিন উদ্দিন (২৮) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (২) ধারার বিধানমতে মামলার রুজু করেন ( যাহার জি. আর ৩৫/২০১৯, লাকসাম থানার মামলা নং-২৪)। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং ১৯২)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে ১৫জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি আসামি মোঃ মহিন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থ দণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত।

আর পড়তে পারেন