বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় প্রাথমিকে বিতরণ হবে পৌনে ৩৭ লাখ বই

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় এবার প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে পৌনে ৩৭ লাখ বই।

ইতিমধ্যে জেলার ১৭ উপজেলায় বই পৌঁছে গেছে। আগামী ১ জানুয়ারি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে এগুলো তুলে দেয়া হবে।

জেলা শিক্ষা অফিস জানায়, ১৭ উপজেলার দুই হাজার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ হাজার ৭৮১টি কিন্ডারগার্টেন, ৩৯৪টি এনজিও পরিচালিত বিদ্যালয়সহ ৪ হাজার ৪৪৭টি বিদ্যালয়ের ৭ লাখ ৭১ হাজার ৩১৪ জন শিক্ষার্থীর বিপরীতে ৩৬ লাখ ৭৬ হাজার ৪২৮টি পাঠ্যপুস্তক পাওয়া গেছে।

আদর্শ সদরে ৪ লাখ ৩ হাজার ১০৯টি; লাকসামে ২ লাখ ৫ হাজার ৮০টি; দেবিদ্বারে ৩ লাখ ২০ হাজার ৮৫০টি; মুরাদনগরে ৪ লাখ ১৭ হাজার ৩০টি; দাউদকান্দিতে ২ লাখ ২১ হাজার ৭৯৬টি; চৌদ্দগ্রামে ২ লাখ ৪৭ হাজার ৪৭৬টি; ব্রাহ্মণপাড়ায় ১ লাখ ৭৭ হাজার ১৫০টি; বরুড়ায় ২ লাখ ৩৮ হাজার ৫শ’টি; বুড়িচংয়ে ২ লাখ ৪৫ হাজার ৪৩০টি; চান্দিনায় ১ লাখ ৬২ হাজার ৮ শ’টি; হোমনায় ১ লাখ ৪৯ হাজার ১৭২টি; নাঙ্গলকোটে ২ লাখ ৫১ হাজার ১ শ’টি; মেঘনায় ৫৮ হাজার ৫ শ’টি; মনোহরগঞ্জে ১ লাখ ৩৯ হাজার ২শ’টি; তিতাসে ১ লাখ ৪৯ হাজার ৬শ’ টি; সদর দক্ষিণে ১ লাখ ৯২ হাজার ১৪৩টি এবং লালমাইয়ে ৯৭ হাজার ৪৯২টি বই বিতরণ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বলেন, ‘কিছু দিন আগে এসব বই সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পৌঁছেছে। বর্তমানে সেখান থেকে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে পৌঁছানো হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিজন শিক্ষার্থী নতুন বই পাবে।’

তিনি আরও জানান, আগামী ১ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রাথমিক শিক্ষা অফিসাররা বই বিতরণে অংশ নেবেন।

 

 

 

আর পড়তে পারেন