শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.২৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৯১.২৮ শতাংশ। এ বছর ১ লাখ ৮৬ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। গত বছরের তুলনায় কমেছে পাসের হার, কিন্তু জিপিএ -৫ এর সংখ্যা বেড়েছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৯৯২ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৪ হাজার ২২৬ জন। মানবিক বিভাগে পাসের হার ৮৪.২৪ শতাংশ। এ বিভাগে ৬৭ হাজার ৭৯৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৭ হাজার ১০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯২ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে ৬৩ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ১৫০ জন। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৯১.৫৬ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৯১ দশমিক ০৬ শতাংশ। এ বছর ১ হাজার ৭৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১১টি প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। গত বছর শতভাগ শিক্ষা প্রতিষ্ঠান ছিল ৩৫৫টি। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৬.২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬২৬ জন। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৪.৯৯ শতাংশ এবং জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৩৭২ জন।

আর পড়তে পারেন