শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
হোমনায় বাথরুমের ভিতরে বালতির পানিতে ডুবে মো. আবদুল্লাহ নামের ১৩ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ হোমনা উপজেলা সদরের মো. জাহাঙ্গীর আলমের একমাত্র সন্তান।

নিহতের নানা হোমনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. রুহুল আমিন সওদাগর জানান,  সোমবার ভোরে ফজরের নামাজ পড়ে দোকানে যাওয়ার আগে আমার ছেলে জাহাঙ্গীর বাথরুমে যায়। সব সময় বাথরুমের দরোজা আটকানো থাকলেও আজ জাহাঙ্গীর বাথরুমের দরোজা আটকাতে ভুলে যায়। এর কিছুক্ষণ পরে আমার নাতি আবদুল্লাহকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাথরুমে গিয়ে দেখা যায় আবদুল্লাহ বালতির পানির নিচে তার মাথা ও পা দুটো ওপরে দিয়ে ডুবে আছে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, জাহাঙ্গীর আলমের বিয়ের প্রায় অর্ধ যুগ পরে তার ছেলে শিশু আবদুল্লাহর জন্ম হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর পড়তে পারেন