শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিএনপি নেতা বুলুর ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লায় বিএনপি নেতা বরকতউল্লা বুলুর ওপর হামলা হয়েছে। কিভাবে হয়েছে তা তদন্ত করা হবে। তিনি বলেন, ‘কেউ অতি উৎসাহী হয়ে কিছু করছে কি না, তাও দেখা হবে। বনানীর ঘটনার বিষয়ে প্রকৃত কী হয়েছে তা জানি না।

আজ রবিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হঠাৎ করেই মাঠে-ময়দানে বিএনপির উপস্থিতি দেখছেন। বিএনপি একটি রাজনৈতিক দল। পাশাপাশি আমাদের দেশে আরো রাজনৈতিক দল রয়েছে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। তারা গণতান্ত্রিকভাবে কর্মসূচি করলে সরকারের কিছু বলার নেই। আমাদের সরকার মনে করে সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করবে। কিন্তু সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। যখনই কেউ ভাঙচুর করবে, রাস্তা অবরোধ করবে, জ্বালাও-পোড়াও করবে তখন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় বিএনপির সিনিয়র নেতা আহত হয়েছেন। আমরা তদন্তের ব্যবস্থা করছি। দুইভাবে শুনেছি। তদন্তের আগে বলতে পারব না। কেউ যদি অতি উৎসাহী হয়ে করে থাকেন, কেউ যদি ইচ্ছা করে করে থাকেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীর ঘটনাটি জেনে বলতে হবে। আমাদের সব কিছুই কিভাবে ঘটেছে সেটা না জেনে বলা সম্ভব নয়। ’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের স্বেচ্চাসেবক দলের এক নেতাকেও তো কুপিয়ে হত্যা করা হয়েছে। কোনো কোনো জায়গায় মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিক দল যার যার কর্মসূচি নিয়ে কাজ করবে। তবে তা বিধিসম্মত হতে হবে। ’

শনিবার কুমিল্লার বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু এবং তার স্ত্রীর ওপর হামলা করা হয়। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা করেছে।

অপর ঘটনায় শনিবার রাতে রাজধানীর বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ করে ফেরার সঙ্গে সঙ্গে একদল তরুণের আক্রমণের শিকার হয়েছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।

আর পড়তে পারেন