রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ভূমিকম্পের আতঙ্কে দোতলা থেকে লাফ দিল দুই শিক্ষার্থী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২, ২০২৩
news-image

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লায় ভূমিকম্পের সময় আতঙ্কে দোতলা থেকে লাফ দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে- উপজেলার বদরপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. সায়েম (১৬) এবং বদরপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে মো. মুনতাসির (১৯) ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অত্র মাদ্রাসার দুই শিক্ষার্থী ভূমিকম্পের সময় আতঙ্কে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দেয়। এ সময় পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলে আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন আছে।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, এমন কোনো বিষয় আমাদেরকে কেউ জানায়নি।

আর পড়তে পারেন