শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা কুমিল্লা সদর থেকে ১০০ বোতল স্কাফ, ৯৬ বোতল ফেন্সিডিল এবং ০৮টি বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর জেলা সদরের পাঁচথুবি ইউনিয়ন, বামইল, শিবের বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ বোতল স্কাফ এবং ০৮টি বিয়ারসহ জহির মিয়া (২৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জহির মিয়া হলোঃ কুমিল্লা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত তারু মিয়ার ছেলে ।

পৃথক অন্য আরেকটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর সদরের ঢাকা টু চট্টগ্রামাগামী মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকার ব্লু ডায়মন্ড রেস্টুরেন্টের সামনে থেকে ৯৬ বোতল ফেন্সিডিলসহ আল আমীন মিয়া(২২) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী আল আমীন মিয়া নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দাইল গ্রামের শাহ জাহান মোল্লার ছেলে। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

এই দুই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আর পড়তে পারেন