শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৯, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় পৃথক অভিযান পরিচালনা করে ৭৬ কেজি গাঁজা ও ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ মোঃ মাসুদ মিয়া (৩২) একজন মাদক কারবারিকে আটক করা হয়। সে সদর দক্ষিণ উপজেলার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

 

পৃথক অন্য একটি অভিযানে ১৮ সেপ্টেম্বর রাতেসদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

তারা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ রাব্বি (২৯)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

আর পড়তে পারেন