বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শচীন দেব বর্মণের ১১৫তম জন্মদিন পালিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণের ১১৫তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর উত্তর চর্থায় শচীন দেবের পৈত্রিক বাড়িতে তাঁর ম্যুারালে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় সরকার উপপরিচালক শওকত ওসমান।

পরে জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, কুমিল্লা সাংস্কৃতিক জোট, ইউসুফ হাই স্কুল, পথিকৃত কুমিল্লা চারু শিল্পী পরিষদ, সংলাপ কুমিল্লা, যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর উপস্থিত সবাই ‘আমি তাক ধুম তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল’ তাঁর এই কালজয়ী গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন৷

উল্লেখ্য, শচীন দেব বর্মণ ১৯০৬ সালের পহেলা অক্টোবর কুমিল্লা শহরের উত্তর চর্থায় জন্মগ্রহণ করেন৷ শচীন দেব বর্মণ ভারতীয় উপমহাদেশের সংগীত জগতের এক কিংবদন্তীর নাম। যিনি এস ডি বর্মণ হিসেবেই পরিচিত।

আর পড়তে পারেন