শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৫৭ হাজার ৪৫১টি কোরবানির পশুর সংকট

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সদর দক্ষিণ উপজেলার ছিলোনিয়া গ্রামের একটি গরুর খামার
ঈদুল আজহায় কোরবানির জন্য কুমিল্লায় প্রায় ৬০ হাজার পশুর সংকট রয়েছে। কুমিল্লায় ঈদুল আজহায় তিন লাখ ১৫ হাজার পশুর চাহিদা রয়েছে। জেলায় পশু রয়েছে দুই লাখ ৫৭ হাজার ৫৪৯টি। সংকট রয়েছে ৫৭ হাজার ৪৫১টির। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বলেন, ‘কুমিল্লার এ সংকট অন্য জেলার পশু দ্বারা পূরণ হয়ে যাবে। কারণ সারাদেশে চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে। জেলার ২৮৫টি হাটে এই পশু বিক্রি হবে। বড় হাটগুলোতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের টিম কাজ করবে। তারা রোগাক্রান্ত গরু শনাক্তে ক্রেতাকে সহযোগিতা করবে।’

জেলায় বর্তমানে এক লাখ ৩৮ হাজার ৮৫৩টি ষাঁড়, ৬৬ হাজার ৮০৩টি বলদ, ২৪ হাজার ২৩৪টি গাভি, ৩৩৮টি মহিষ, ২৫ হাজার ৫৬৫টি ছাগল, এক হাজার ৬৬০টি ভেড়া এবং দুম্বাসহ অন্যান্য কোরবানির পশু রয়েছে ৯৬টি।

তিনি আরও জানান, কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশেও নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

আর পড়তে পারেন