বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৬ আসনে মাঠে নেই বিএনপি প্রার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
একাদশ সংসদ নির্বাচনের বাকি মাত্র ৬ দিন। কুমিল্লার ১১টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীরা প্রচারে সরব রয়েছে। তবে ধানের শীষের প্রার্থীরা খুব একটা সরব নয়। বিএনপি অভিযোগ, ক্ষমতাসীনদের হামলা মামলার কারণে তারা মাঠে নামতে পারছেন না। কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৮৪ জন প্রার্থী নির্বাচন করছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচন করছেন। তিনি মাঠে সরব রয়েছেন।

কুমিল্লা-৪ আসনে এখনও মাঠে নামেননি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আবদুল মালেক রতন। এ নিয়ে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা হতাশায় রয়েছেন। এখানে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের প্রার্থীর এখনও সমঝোতা হয়নি বলে জানা গেছে।

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যধাপক ইউনুসকে তেমনভাবে মাঠে দেখা যায়নি। কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমনকে উল্লেখযোগ্যভাবে মাঠে দেখা যাচ্ছে না। কুমিল্লা -৯ আসনে বিএনপির প্রার্থী কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম প্রতিপক্ষের হামলা-মামলার কারণে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করছেন। কুমিল্লা -১০ (সদর দক্ষিণ-লালমাই ও নাঙ্গলকোট) আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী রয়েছেন কারাগারে রয়েছেন। বাবার পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস প্রচারণা চালাচ্ছেন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এখনও মাঠে দেখা যায়নি।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, ‘ধানের শীষের প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে কিছু স্থানে হামলা মামলার কারণে তারা বাধাগ্রস্ত হচ্ছেন।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজামুল হক বলেন, ‘আওয়ামী লীগ কাউকে প্রচারে বাধা দিচ্ছে না। বিভিন্ন জায়গা তাদের নিজেদের মধ্যে কোন্দল রয়েছে।’

আর পড়তে পারেন