বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইপিজেডে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট, ব্যাপক ক্ষতি

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লা ইপিজেডে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট, ব্যাপক ক্ষতি

কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলে আগুন লাগার ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত রিপোর্টে আগুন লাগার কারণ হিসাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বলা হয়। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি কথা উল্লেখ করা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপনের জন্য কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিককে প্রধান করে এবং জেলা সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ, সিনিয়র এ এস পি প্রশান্ত পাল, ক্ষতিগ্রস্থ মিলের ম্যানেজার (আই আর) ওয়াহিদুজ্জামান, প্রজেক্ট ম্যানেজার সাজিব আব্দুল্লাহ কোয়েল এবং সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে কুমিল্লা ইপিজেডের আর এন স্পিনিং মিলের গোডাউনে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময়ে শ্রমিকদের সিফট পরিবর্তন হওয়ার কারণে মিলে কর্মরত শ্রকিকেরা কারখানা থেকে নিরাপদে বেরিয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

কুমিল্লা নগরীর ফায়ার স্টেশন, ইপি জেড ফায়ার স্টেশন এবং জেলার অন্যান্য উপজেলার ফায়ার স্টেশন থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আর পড়তে পারেন