রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা থেকে ৪৫টি কচ্ছপ উদ্ধার করে গাজীপুরে অবমুক্ত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা থেকে উদ্ধার করা প্রায় বিলুপ্ত প্রজাতির ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করে।

গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে বাসে থাকা ককশিটের কার্টনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়। এ কচ্ছপ গুলো একটি শিশুর হেফাজতে ছিল। কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লার হাটে নেওয়ার কথা ছিল।

পরে শুক্রবার বিকেলে কচ্ছপগুলো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের খালে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া চার জাতের কচ্ছপ রয়েছে। এর মধ্যে রয়েছে সুন্দি কাছিম, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম কাছিম।

আর পড়তে পারেন